WBSLST Admit Card: এবার WBSLST প্রার্থীদের জন্য ফের বিজ্ঞপ্তি জারি শিক্ষা দপ্তরের। পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশন (WBSSC) দ্বিতীয় রাজ্য স্তরের শিক্ষক নির্বাচন পরীক্ষা (2nd SLST (AT), 2025) এর অ্যাডমিট কার্ড প্রকাশ করছে শিক্ষা দপ্তর। ১৪ই আগস্ট ২০২৫ তারিখে প্রকাশিত এই বিজ্ঞপ্তি অনুযায়ী, নবম-দশম (IX-X) এবং একাদশ-দ্বাদশ (XI-XII) স্তরের সকল পরীক্ষার্থী তাদের অফিসিয়াল ওয়েবসাইট www.westbengalssc.com এ লগ ইন করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন সকল প্রার্থীরা।
অ্যাডমিট কার্ড ডাউনলোডের আগে যা জানা জরুরি
শিক্ষা কমিশনের বিজ্ঞপ্তিতে কিছু গুরুত্বপূর্ণ শর্ত ও নির্দেশনা জারি করা হয়েছে। এগুলো না মানলে পরীক্ষার্থীরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন না বা পরীক্ষায় বসতেও সমস্যায় পড়তে পারেন।
1. বিভাগের বিবরণ (Category Details) আপডেট করতে হবে
- জেনারেল, SC, ST, OBC সহ সকল পরীক্ষার্থীকে নিজের বিভাগের বিবরণ আপডেট করা দরকার।
- যাদের বিভাগের তথ্য আপডেট করা নেই, তারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন না বলে স্পষ্ট জানানো হয়েছে।
- বিবরণ আপডেটের পরেই ডাউনলোড সম্ভব হবে (যদি আবেদন বাতিল না হয়ে থাকে)।
2. আবেদনপত্র বাতিলের বিষয়
- আর যাদের আবেদনপত্র বাতিল করা হয়েছে, তারা ওয়েবসাইটে লগ ইন করে বাতিলের কারণ দেখতে পারবেন বলে স্পট জানানো হয়েছে।
- বাতিলের কারণ সমাধানযোগ্য হলে নির্দিষ্ট সময়ের মধ্যে সংশোধন করতে হবে।
পরীক্ষা কেন্দ্রের জন্য বিশেষ নির্দেশাবলী
অ্যাডমিট কার্ডে থাকা Exam Day Guidelines খুব মনোযোগ দিয়ে পড়তে হবে।
1. ছবি ও স্বাক্ষরের মিল থাকা আবশ্যক
- অ্যাডমিট কার্ডে দেওয়া ফটো ও সিগনেচার স্পষ্ট উল্লেখ থাকতে হবে।
- আসল চেহারা বা OMR শিটে দেওয়া স্বাক্ষরের সাথে মিল না থাকলে পরীক্ষায় বসতে দেওয়া নাও হতে পারে বলে জানা যায়।
2. OMR শিটে সিগনেচারের সতর্কতা
- OMR শিটে সই করার সময় তা অ্যাডমিট কার্ডের সইয়ের সাথে মিল খেতে হবে।
WBSSC SLST Admit Card 2025 – গুরুত্বপূর্ণ তথ্য এক নজরে
বিষয় | বিস্তারিত তথ্য |
---|---|
পরীক্ষার নাম | 2nd State Level Selection Test (AT), 2025 |
প্রকাশের তারিখ | ১৪ আগস্ট ২০২৫ |
স্তর | IX-X এবং XI-XII |
ওয়েবসাইট | www.westbengalssc.com |
স্ট্যাটাস | Provisional Admit Card |
ডাউনলোড শর্ত | Category Details আপডেট + আবেদন বাতিল না হওয়া |
অ্যাডমিট কার্ডের প্রোভিশনাল স্ট্যাটাস
- এই অ্যাডমিট কার্ড শুধুমাত্র Provisional হবে বলে জানানো হয়েছে।
- এটি প্রমাণ করে না যে আপনি পরীক্ষার জন্য ফাইনালভাবে যোগ্য হবেন।
- কাউন্সেলিং পর্যায়ে আপনার যোগ্যতা আবার যাচাই করা হবে (ফিজিক্যাল বা অনলাইন)।
কিভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন?
- প্রথমে WBSSC অফিসিয়াল ওয়েবসাইটে যান – www.westbengalssc.com।
- আপনার Application ID ও Password দিয়ে লগ ইন করতে হবে।
- Admit Card Download অপশন ক্লিক করতে হবে।
- ডাউনলোড করে প্রিন্ট বের করুন এবং সেফলি রাখুন।
এর গুরুত্বপূর্ণ পরামর্শ
- পরীক্ষার দিন অ্যাডমিট কার্ড ও ফটো আইডি প্রুফ (যেমন আধার, ভোটার কার্ড) সঙ্গে রাখতে হবে।
- অ্যাডমিট কার্ডে উল্লেখিত সময়ের কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে হবে।
- কোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস (মোবাইল, স্মার্ট ওয়াচ, ব্লুটুথ ইত্যাদি) নিয়ে যাওয়া নিষিদ্ধ।
প্রতিনিয়ত এমন নতুন নতুন আপডেট পেতে আমাদের সঙ্গে জুড়ে থাকুন।

Sabari College is a independent news portal, we deliver content related to education for 5 years experience. Please follow us for any Educational related update. Thanks