Bank News : আমরা সকলে জানি দেশজুড়ে পালিত হচ্ছে দীপাবলীর উৎসব তার মাঝে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রাহকদের জন্য আসলো বিরাট স্বস্তির খবর। আপনার যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে একাউন্ট থেকে থাকে তাহলে এই খবরটি আপনাদের জন্য। আমরা জানি যে দেশের বৃহত্তম বেংগুলির মধ্যে অন্যতম হলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবার ন্যাশনাল ব্যাংক তার গ্রাহকদের জন্য পরিষেবা নিয়ে স্বস্তির খবর দিব। আপনি বা আপনার পরিবারে যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রাহক কেউ থেকে থাকে বা অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে এই খবরটি শেষ পর্যন্ত পড়বেন।
আপনি কিন্তু আপনার পরিবারে যদি এমন কেউ থেকে থাকে এবং এই খবরটি জানতে চায় তাহলে অবশ্যই শেষ পর্যন্ত পড়বেন। নিচে ধাপে ধাপে এই সংক্রান্ত বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি তাই শেষ পর্যন্ত পড়ুন আরো বিস্তারিত জানতে
সম্পর্কিত পোস্ট
40 হাজার মাসিক ইনকাম! 7টি দারুণ ব্যবসার আইডিয়া, এখনই শুরু করুন - 7 Best Business Ideaদারু সুবিধা দিল এই ব্যাঙ্ক
এদিকে PNB জানিয়েছে যে এবার লকার ভাড়ার ক্ষেত্রে অঞ্চলভেদে নতুন হার নির্ধারণ করা হয়েছে।
বিশেষ করে গ্রামীণ এলাকায়:
- ছোট লকারের ভাড়া ১,০০০ টাকা থেকে কমিয়ে ৭৫০ টাকাতে আনা হয়েছে।
- মাঝারি লকারের ভাড়া ২,৫০০ টাকা থেকে কমে দাঁড়িয়েছে ১,৯০০ টাকা।
মফস্বল এলাকায়:
- ছোট লকারের ভাড়া ১,৫০০ টাকা থেকে কমে ১,১৫০ টাকা করা হয়েছে।
- মাঝারি লকারের নতুন ভাড়া ৩,০০০ টাকার পরিবর্তে ২,২৫০ টাকা করা হয়েছে।
শহর ও মেট্রো এলাকায়:
- ছোট লকারের চার্জ ২,০০০ টাকা থেকে নেমে এসেছে ১,৫০০ টাকায় আনা হয়েছে।
- মাঝারি লকারের ভাড়া ৪,০০০ টাকা থেকে কমিয়ে ৩,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
জানা যাচ্ছে, এই নতুন হার কার্যকর হলে, লকার সুবিধা এখন আরও সহজলভ্য হবে। বিশেষ করে দেশের ছোট ব্যবসায়ী, অবসরপ্রাপ্ত ব্যক্তি এবং মধ্যবিত্ত গ্রাহকদের জন্য এটি একটি বড় স্বস্তির খবর হতে চলেছে।
বছরে ১২ বার ফ্রি লকার ভিজিটের সুযোগ
জানা যায়, ব্যাঙ্কের নতুন নীতিতে আরেকটি গুরুত্বপূর্ণ সুবিধা যোগ হয়েছে। এখন থেকে PNB-র গ্রাহকরা প্রতি অর্থবর্ষে ১২ বার পর্যন্ত বিনামূল্যে লকার ভিজিট করার সুবিধা পাবেন। অর্থাৎ, এই সীমার মধ্যে কোনও অতিরিক্ত চার্জ দিতে হবে না।
তবে যদি কেউ বছরে ১২ বারের বেশি লকার খুলতে ইচ্ছুক হয় তাহলে প্রতিবারের জন্য অতিরিক্ত ১০০ টাকা ফি দিতে হবে বলে জানা যায়।
এছাড়াও, নতুন লকার ইস্যু করার সময় ব্যাঙ্ক গ্রাহকের কাছ থেকে লিখিত সম্মতি নিতে চলেছে, যেখানে উল্লেখ থাকবে —
“আমি/আমরা একটি অর্থবর্ষে ১২ বার ফ্রি ভিজিটের পরে প্রতিটি অতিরিক্ত ভিজিটের জন্য ১০০ টাকা ফি দিতে সম্মত হব।”
এই নীতিটি ব্যাঙ্ক ও গ্রাহক উভয়ের স্বচ্ছতা নিশ্চিত করবে এবং অপ্রয়োজনীয় বিভ্রান্তি এড়াতে সাহায্য করবে বলে ধারণা করা হচ্ছে।
কখন ব্যাঙ্ক লকার খুলতে পারে
এদিকে PNB আরও জানিয়েছে, কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে ব্যাঙ্কের অধিকার আছে লকার খুলে দেখার বা ভাঙার। উদাহরণস্বরূপ:
- গ্রাহক যদি লকারের চাবি হারিয়ে ফেলে থাকে।
- কোনও আদালত বা সরকারি সংস্থা যদি লিখিত নির্দেশ দিয়ে থাকে।
- গ্রাহক যদি দীর্ঘদিন যোগাযোগ না রাখেন বা নিয়ম মানতে ব্যর্থ হয়ে যান।
তবে এই ব্যাঙ্ক কর্তৃক জানিয়েছে, এমন ক্ষেত্রে গ্রাহককে আগেই জানানো হবে। ব্যাঙ্ক প্রথমে চিঠি, ইমেল ও SMS-এর মাধ্যমে নোটিশ পাঠাতে পারে। যদি যোগাযোগ সম্ভব না হয়, তাহলে সংবাদপত্রে একটি পাবলিক নোটিশ প্রকাশ করা হবে, যেখানে গ্রাহককে ১৫ দিনের সময় দেওয়া হবে প্রতিক্রিয়া জানানোর জন্য।
ব্যাঙ্ক গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা
PNB-এর এই পদক্ষেপ শুধুমাত্র চার্জ কমানো নয়, বরং গ্রাহকবান্ধব নীতির প্রতিফলন। বর্তমানে যখন অধিকাংশ ব্যাঙ্ক নানা পরিষেবায় সার্ভিস চার্জ বাড়াচ্ছে, সেখানে PNB উল্টো পথে হেঁটে তাদের গ্রাহকদের সুবিধা দিচ্ছে যা অনেক সুবিধা হতে চলেছে।
ব্যাঙ্ক সূত্রে আরও জানা গেছে, এই সিদ্ধান্তের মাধ্যমে তারা আরও বেশি মানুষকে ব্যাঙ্ক লকার পরিষেবা গ্রহণে উৎসাহিত করতে ইচ্ছুক। এতে গ্রাহকের সম্পদ নিরাপদে থাকবে এবং ব্যাঙ্কের প্রতি আস্থা আরও বৃদ্ধি পাবে বলে জানা যায়।
পরিশেষে বলা যায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের দীপাবলীর এই সুবিধা সম্পর্কে জেনে অবশ্যই সাধারণ গ্রাহকদের জন্য মুখে হাসি ফুটেছে। সাধারণ গ্রাহকরা পেয়েছে দুর্দান্ত এই সুবিধাটি যার ফলে গ্রাহকদের মনে অবশ্যই দীপাবলীর দারুন অফার হয়ে এসেছে এই খবরটি। আমরা সকলে জানি যে যে কোন উৎসবের মুহূর্তে যদি এমন কোন খবর পাওয়া যায় তার ফলে উৎসবের খুশি আরো দ্বিগুণ হয়ে যায় ঠিক একই ভাবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তার গ্রাহকদের জন্য এই উপহার দিয়েছে।
ভাই আপনি কিংবা আপনার পরিবারের যদি কারো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে ব্যাংক একাউন্ট থেকে থাকে তাহলে আপনি সরাসরি ব্যাংকে গিয়ে এই সুবিধা সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারেন। এই পরীর সেবা সম্পর্কে সবিস্তারে জানতে হলে অবশ্যই আপনাকে নিকটবর্তী ব্যাংকের শাখায় যোগাযোগ করতে হবে।

Sabari College is a independent news portal, we deliver content related to education for 5 years experience. Please follow us for any Educational related update. Thanks










