Agriculture Business Idea: আমাদের দেশে আই এর উৎসবের মধ্যে অন্যতম হলো কৃষিকাজ এবার কৃষিকাজকে আপনি কাজে লাগিয়ে যদি ব্যবসার উপর দিতে পারেন তাহলে আপনার জন্য হতে পারে সেটা সুযোগ কেন না কৃষিকাজ থেকে বর্তমানে অনেক মূল্যবান জিনিস তৈরি হয়ে থাকে যেগুলি মার্কেটের বিপুল চাহিদা এবং এর দাম অনেক বেশি হয়ে থাকে তাই আপনি যদি কৃষিকাজকে ব্যবসার উপর নিতে পারেন তাহলে এখান থেকে মাসের লক্ষ লক্ষ টাকা আয় করার সুযোগ পেতে পারে তবে অবশ্যই আপনাকে এই সংক্রান্ত বিস্তারিত জানতে হবে এবং শেষ পর্যন্ত পড়তে হবে নিচে যে টিপসগুলি দেওয়া আছে সেগুলি ফলো করতে হবে।
গ্রামে কর্মসংস্থানের সুযোগ
বিশেষ করে যারা গ্রামে থাকেন এবং কর্মসংস্থানের অভাবে ভুগছেন, তাঁদের জন্য চাষাবাদ হতে পারে একটি দারুণ বিকল্প। যদি আপনার নিজের জমি থাকে, তাহলে বর্ষার সময়ে কিছু নির্দিষ্ট সবজি চাষ করে আপনি মাসে লাখ টাকা পর্যন্ত আয় করতে পারেন যদি সঠিক পদ্ধতি অবলম্বন করে। এখন অনেক তরুণ কৃষক পুরনো পদ্ধতি ছেড়ে আধুনিক চাষের মাধ্যমে তাঁদের আয় বাড়াচ্ছেন এবং অন্যদের জন্যও অনুপ্রেরণা হয়ে উঠছেন তারা।
সম্পর্কিত পোস্ট
40 হাজার মাসিক ইনকাম! 7টি দারুণ ব্যবসার আইডিয়া, এখনই শুরু করুন - 7 Best Business Ideaটমেটো চাষ করে লাভবান হওয়ার সুযোগ
বিশেষ করে বর্ষাকালে টমেটো চাষ একটি লাভজনক ব্যবসার রূপ নিতে পারে। কারণ, টমেটো এমন একটি সবজি যা সারাবছরই বাজারে চাহিদার শীর্ষে থাকে কিন্তু এই সময় দাম চরমে থাকে। প্রায় সব রান্নাতেই টমেটোর ব্যবহার থাকে, এর ফলে এর বিক্রি সবসময় থাকে। বর্ষার সময়ে বাজারে টমেটোর দাম বেড়ে যায়, ফলে চাষিরা এর মাধ্যমে অধিক লাভের সুযোগ পেয়ে যাব।
কম বিনিয়োগে অধিক আয়
টমেটো চাষের ক্ষেত্রে খরচ খুব কম এবং পরিশ্রমও তুলনামূলকভাবে অনেক কম, তাই এটি একটি আকর্ষণীয় ব্যবসায়িক ধারণা হতে পারে। উত্তরপ্রদেশের লখনউয়ের একজন তরুণ কৃষক শুভম মিশ্র জানান, তিনি মাত্র ১০ থেকে ২০ হাজার টাকা ইনভেস্ট করে টমেটো চাষ শুরু করেন এবং প্রতিবার মৌসুমে ২ থেকে ২.৫ লক্ষ টাকা পর্যন্ত আয় করতে সক্ষম হন তিনি। এই পরিমাণ আয় দেখিয়ে দেয় যে সঠিক পরিকল্পনা এবং পরিশ্রম থাকলে কৃষিও হতে পারে একটি লাভজনক দারুণ ব্যবসা।
কীভাবে করবেন টমেটো চাষ
যদিও টমেটো চাষ খুব একটা কঠিন নয়। শুভম মিশ্র জানান, তিনি ২ থেকে ৩ বিঘা জমিতে চাষ করেন। প্রথমে টমেটোর জন্য একটি নার্সারি প্রস্তুত করতে হবে। এরপর জমিতে ২ থেকে ৩ বার চাষ দিয়ে ভালোভাবে মাটি আলগা করে তৈরি করে নিতে হয়। এরপর মাটিতে কেয়ারি বা বেড বানিয়ে নির্দিষ্ট দূরত্বে চারা রোপণ করতে হয়। চারা রোপণের পর সঙ্গে সঙ্গেই সেচ দিতে হয় যাতে গাছ ভালোভাবে শিকড় গজাতে পারে এবং গড়ে উঠতে পারে সহজেই।
চারা রোপণের পর পরিচর্যার ধাপ
এই চারা রোপণের কিছুদিন পর গাছগুলোকে সোজা রাখতে সুতো বা বাঁশের সাহায্যে বেঁধে দিতে হবে। এতে গাছগুলো ঝড়ে বা ভারে পড়ে যায় না। গাছের বৃদ্ধি ঠিকঠাক হয় কিনা লক্ষ্য রাখতে হবে। এছাড়াও গাছের ওপর নিয়মিত কীটনাশক ছিটাতে হয় যাতে পোকামাকড় বা রোগবালাই না হয়। সাধারণত রোপণের প্রায় দুই মাসের মধ্যেই টমেটো ফল দিতে শুরু করে দেয়। সঠিক সময়ে পরিচর্যা ও ফসল তোলা হলে চাষিরা তাদের শ্রমের ফল ভালোভাবে পাওয়া সম্ভব ।
কতটা লাভ হয় এই ব্যবসা থেকে
যারা টমেটো চাষ শুরু করতে চান, তাদের জন্য ভালো সংবাদ হলো, এই চাষে লাভের হার অনেক বেশি হয়। এক একজন কৃষক মাত্র ১০ থেকে ২০ হাজার টাকা খরচ করে যদি ২ থেকে ২.৫ লক্ষ টাকা পর্যন্ত আয় করেন, তাহলে সেই মুনাফা সত্যিই চোখে পড়ার মতো বটে। তবে এর জন্য দরকার পরিকল্পিত চাষ, নিয়মিত যত্ন এবং বাজারের চাহিদা বুঝে ফসল তোলার পদ্ধতি।
জমি না থাকলে কী করবেন
সবথেকে বড় কথা হলো যাদের নিজের জমি নেই, তারাও চাষ করতে পারেন। তারা ভাড়া জমিতে চাষ করে বা গোষ্ঠীভিত্তিক কৃষি উদ্যোগের মাধ্যমে এই কাজ শুরু করতে পারেন। একাধিক কৃষক মিলে যদি একসঙ্গে জমি চাষ করেন, তাহলে খরচ কমে যায় এবং লাভ ভাগ করে নেওয়া যায়। এতে করে ব্যবসা সহজ হয় এবং আর্থিক চাপও অনেক কমে।
চাষের পাশাপাশি সংরক্ষণ ও বিপণন
যেহেতু টমেটোর দ্রুত নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, তাই ফল সংগ্রহের পরপরই বাজারজাত করা জরুরি হয়ে দাড়াই। আপনি চাইলে স্থানীয় হাটে বিক্রি করতে পারেন, কিংবা শহরের বড় সবজির পাইকারি বাজারেও সরবরাহ করতে পারেন তাহলে চাপ অনেক কম হবে। এছাড়া হোটেল, ক্যান্টিন বা হোস্টেলে সরবরাহের চুক্তিও করে বিক্রি করতে পারেন। যাদের নিজস্ব গাড়ি আছে, তারা শহরে সরাসরি গিয়েও বিক্রি করতে পারেন।
এই ব্যবসার সুবিধা কী কী
প্রথমত, টমেটো চাষে পুঁজির প্রয়োজন খুব কম। দ্বিতীয়ত, এর বাজার সবসময় তৈরি থাকে। তৃতীয়ত, লাভের পরিমাণ অন্যান্য সবজি চাষের তুলনায় বেশি হয়ে থাকে। চতুর্থত, চাষ পদ্ধতি খুব একটা জটিল নয়। এবং সর্বশেষে, এটি তরুণদের জন্য একটি সঠিক ব্যবসায়িক পথ হতে পারে।
পরিশেষে বলা যায় আপনার কাছে যদি এমন কোন একটি জমি থেকে থাকে যেখানে এই চাষ করা সম্ভব হয় তাহলে অবশ্যই কাজ শুরু করতে পারেন আপনি এখানে স্বল্প সময় কাজ করে ভালো ইনকাম করতে পারেন তবে অবশ্যই আপনাকে এখানে মূর্তি খাটিয়ে কাজ করতে হবে তাহলেই আপনি ইনকাম করতে পারবেন

Sabari College is a independent news portal, we deliver content related to education for 5 years experience. Please follow us for any Educational related update. Thanks










