Education Loan: একদিকে যেখানে রাজ্য সরকার বিভিন্ন ধরনের স্কিম নিয়ে এসেছে অন্য দিকে কেন্দ্র সরকার ও তার থেকে পিছিয়ে নেই। কেননা কেন্দ্র সরকারও এবার শিক্ষার বিরাট জোর দিতে চলেছে। এবার কেন্দ্র সরকার দেশের পর্বের জন্য এমন কিছু স্কিম নিয়ে এসেছে যা সত্যিই অনেক উপকারে এসেছে। আজকের এমন এক প্রকল্প সম্পর্কে বলতে যাচ্ছি যার মাধ্যমে আপনি যদি উচ্চশিক্ষা গ্রহণ করতে চান এবং তার বাধা হয়ে থাকে আপনার অর্থ, তাহলে সে অর্থ এবার কেন্দ্র সরকারের কর্তৃক প্রদান করা হবে যা শিক্ষা সংক্রান্ত লোন হিসেবে দেওয়া হবে।
আপনি যদি দেশের বাসিন্দা হয়ে থাকেন এবং এখনো পর্যন্ত শিক্ষা গ্রহণ করছেন বা ভবিষ্যতে আরো শিক্ষা গ্রহণ করতে চান অথবা যে কোন প্রয়োজনে এই লোনকে কাজে লাগাতে চান তাহলে আপনার জন্য এটি সেরা সুযোগ হতে পারে। আসুন এই প্রতিবেদনকে শেষ পর্যন্ত পড়ি এই সংক্রান্ত আরো বিস্তারিত জানতে
সম্পর্কিত পোস্ট
40 হাজার মাসিক ইনকাম! 7টি দারুণ ব্যবসার আইডিয়া, এখনই শুরু করুন - 7 Best Business Ideaপ্রকল্পের মূল উদ্দেশ্য
এই স্কিমের মাধ্যমে ছাত্রছাত্রীদের বিভিন্ন স্বীকৃত সরকারি ও বেসরকারি কলেজ, বিশ্ববিদ্যালয়, এমনকি বিদেশের শিক্ষা প্রতিষ্ঠানেও পড়াশোনার জন্য সহজ শর্তে ঋণ প্রদান করে থাকে। দেশের সরকারের লক্ষ্য হলো—দেশের প্রতিটি যোগ্য শিক্ষার্থী যেন নিজের পছন্দের বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পায়।
গ্যারান্টার ছাড়াই ৭.৫ লক্ষ টাকার লোন
এই প্রকল্পের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো, ৭.৫ লক্ষ টাকা পর্যন্ত শিক্ষা ঋণের জন্য কোনো গ্যারান্টারের প্রয়োজন নেই। এর ফলে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের ছাত্রছাত্রীরাও সহজে এই সুবিধা পেতে পারে। সরকারের তরফে ব্যাংকগুলিকে এই প্রকল্পের সঙ্গে যুক্ত করা হয়েছে, যাতে যোগ্য আবেদনকারীরা দ্রুত লোন পেতে পারে।
কোন কোন কোর্সের জন্য এই লোন প্রযোজ্য
এই শিক্ষা ঋণ প্রকল্পের আওতায় প্রায় সব ধরনের প্রফেশনাল ও টেকনিক্যাল কোর্স অন্তর্ভুক্ত করা হয়েছে। যেমন:
- ইঞ্জিনিয়ারিং
- মেডিক্যাল
- ম্যানেজমেন্ট
- আইন (Law)
- ডেটা সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো আধুনিক টেকনোলজি বিষয়ক কোর্স
এছাড়াও বিভিন্ন ডিপ্লোমা ও সার্টিফিকেট কোর্স-এর ক্ষেত্রেও এই লোন নেওয়া যায়।
বিদেশে পড়াশোনার সুযোগ
এই প্রকল্প শুধুমাত্র ভারতের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। বিদেশের কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকেও পড়াশোনার সুযোগ নিতে চাইলে, ছাত্রছাত্রী এই লোনের জন্য আবেদন করতে পারবেন। অর্থাৎ দেশের পাশাপাশি আন্তর্জাতিক মানের শিক্ষাও এখন নাগালের মধ্যে এসেছে সাধারণ পরিবারের সন্তানদের ভবিষ্যৎ।
আবেদন প্রক্রিয়া
এই স্কিমের জন্য আবেদন করতে হবে “বিদ্যা লক্ষ্মী পোর্টাল”-এর মাধ্যমে। বর্তমানে প্রায় ৪০টিরও বেশি ব্যাংক এই পোর্টালের সঙ্গে যুক্ত করা হয়েছে।
আবেদনকারীরা একসঙ্গে একাধিক ব্যাংকে আবেদন জানাতে পারবেন, যা পুরো প্রক্রিয়াটিকে আরও সহজ ও স্বচ্ছ করেছে।
এক্ষেত্রে সবচেয়ে ভালো বিষয় হলো—পুরো আবেদন প্রক্রিয়াটি ডিজিটাল, তাই ব্যাংকে ঘুরে বেড়ানোর ঝামেলা নেই।
সুদের হার ও বিশেষ সুবিধা
সরকারের তরফে নির্দিষ্ট আয় সীমার মধ্যে থাকা পরিবারগুলিকে বিশেষ ছাড় দেওয়া হচ্ছে।
- যেসব পরিবারের বার্ষিক আয় ৪.৫ লক্ষ টাকার নিচে, তারা সম্পূর্ণ সুদ মওকুফ সুবিধা পাবেন।
- আর যাদের আয় ৪.৫ লক্ষ থেকে ৮ লক্ষ টাকার মধ্যে, তারা সর্বাধিক ১০ লক্ষ টাকার লোন পেতে পারেন সহজেই, যেখানে মাত্র ৩% হারে সুদ দিতে হয়। এই হার বাজারে প্রচলিত সাধারণ শিক্ষা ঋণের তুলনায় অনেক কম, এর ফলে প্রকল্পটি ছাত্রছাত্রীদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠেছে।
পরিশোধের নিয়ম
শিক্ষা সম্পূর্ণ হওয়ার পর নির্দিষ্ট একটি “মরাটোরিয়াম পিরিয়ড” (একটি সময়সীমা) দেওয়া হয়ে থাকে। যাতে শিক্ষার্থী চাকরি পেয়ে গেলে তবেই লোন পরিশোধ শুরু করতে পারেন আপনি। সাধারণত কোর্স শেষ হওয়ার এক বছর পর বা চাকরি পাওয়ার ছয় মাস পর থেকে কিস্তি দেওয়া শুরু করতে হয়।
কারা আবেদন করতে পারবেন
- ভারতীয় নাগরিক হতে হবে।
- যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে হবে।
- পরিবারের আয় নির্ধারিত সীমার মধ্যে থাকতে হবে।
- ন্যূনতম ১৮ বছর বয়স হতে হবে।
কেন এই প্রকল্প গুরুত্বপূর্ণ
আজকের যুগে উচ্চশিক্ষা ব্যয়বহুল। প্রতিটি মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন পূরণে অর্থের বাঁধা যেন না আসে, সেই লক্ষ্যেই এই প্রকল্প। গ্যারান্টার ছাড়াই লোন পাওয়া মানে হলো—যে পরিবারগুলির আর্থিক অবস্থা দুর্বল, তারাও সন্তানদের উচ্চশিক্ষার সুযোগ দিতে পারবে।
প্রধানমন্ত্রী শিক্ষা ঋণ প্রকল্প ২০২৫ আপনার জন্য সেরা সুযোগ হতে চলেছে কেননা আপনি যতদিন পর্যন্ত চাকরি পাচ্ছেন না এই লোনের ক্ষেত্রে আপনি ততদিন পর্যন্ত লোনের সুবিধা নিতে পারেন এবং আপনার চাকরি হয়ে গেলে তারপরও এ লোন শোধ করতে পারেন। খুব সহজ সর্দি এবং নামমাত্র শুধু এই লোন দেওয়া হচ্ছে তাই আপনি যদি ভারতের বাসিন্দা হয়ে থাকেন এবং এখনো পর্যন্ত উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে চান তাহলে আপনার জন্য এটি সেরা সুযোগ হতে চলেছে। এক্ষেত্রে আপনি দশ লক্ষ টাকা পর্যন্ত অনায়াসে লোন পেতে পারেন তবে আপনার পারিবারিক ইনকামের উপর ভিত্তি করে মন দেওয়া হয়ে থাকে।

Sabari College is a independent news portal, we deliver content related to education for 5 years experience. Please follow us for any Educational related update. Thanks










