নিজের বাড়িতে যদি আপনি ব্যবসায়ী রুপান্তরিত করতে চান তাহলে পোস্ট অফিস হচ্ছে আপনার জন্য দুর্দান্ত একটি সুযোগ। বর্তমানে ভারতীয় পোস্ট অফিস কর্তৃক নিজের বাড়িতে ফ্রাঞ্চাইজি নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে এক্ষেত্রে যদি আপনার স্থান নিকটবর্তী পোস্ট অফিস থেকে দূরে হয়ে থাকে এবং আপনার এলাকায় কোন রকম পোস্ট অফিস পরিষেবা না থাকে তাহলে আপনি এই সুযোগ নিয়ে ভালো ইনকাম করতে পারেন এক্ষেত্রে আপনি নিজের বাড়ি থেকে এই ব্যবসা শুরু করতে পারেন এবং কমিশন ভিত্তিক ইনকাম করতে পারবেন ।
বর্তমানে কুরিয়ার হোক বা সরকারি যে কোনো কাগজপত্র পাঠানোয় হোক না কেন,ভারতীয় পোস্ট অফিস বিরাট স্থান অধিকার করে রয়েছে। এবার আরও পরিষেবা বৃদ্ধি করতে পোস্ট অফিস কর্তৃক নতুন নতুন শাখা খোলার সুযোগ দেওয়া হচ্ছে। জানানো হয়, আপনি নিজের বাড়িতে পোস্ট অফিস ব্রাঞ্চ খুলে মাসে মাসে ভালো আয় করতে পারেন যদি আপনার এলাকায় এই সুযোগ নিতে বিবেচিত হয় তবে । আর আমরা সকলে জানি, সরকারি সংস্থার সঙ্গে ব্যবসা করলে আয়ের স্থায়িত্ব দীর্ঘ হয়। তাই যারা এই সুযোগ হাতছাড়া করতে চান না, তারা অবশ্যই শেষ পর্যন্ত পড়বেন
সম্পর্কিত পোস্ট
40 হাজার মাসিক ইনকাম! 7টি দারুণ ব্যবসার আইডিয়া, এখনই শুরু করুন - 7 Best Business Ideaভারতীয় পোস্ট অফিস: আস্থা ও পরিসেবার এক নাম
ইন্ডিয়া পোস্ট (India Post) শুধু একটি চিঠিপত্র পাঠানোর মাধ্যম নয়—এটি গ্রামীণ এবং শহরাঞ্চলের কোটি কোটি মানুষের ব্যাংকিং, সরকারি স্কিম এবং পরিষেবার অন্যতম ভরসা হয়ে উঠেছে। পোস্ট অফিসের কাজ এখন কেবল ডাক বহন করার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এর কাজের পরিমাণ আরও অনেক বিস্তৃত হয়েছে। সঞ্চয় প্রকল্প, লাইফ ইন্স্যুরেন্স, মানি অর্ডার, ব্যাঙ্কিং, আধার সার্ভিস, ই-বিল পেমেন্ট থেকে শুরু করে নানা দপ্তরের কাগজপত্রের আদান-প্রদান পর্যন্ত সমস্ত কিছুর কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ডাক বিভাগ।
কিন্তু একদিকে চাহিদা যত বেড়েছে, তত বেড়েছে নতুন শাখা খোলার প্রয়োজন। বর্তমানে বহু এলাকা এখনও এমন রয়েছে, যেখানে পোস্ট অফিস বহু দূরে। এক্ষেত্রে পোস্ট অফিস নতুন ব্রাঞ্চ খোলার জন্য ফ্র্যাঞ্চাইজি দেওয়ার ব্যবস্থা করেছে, যার মাধ্যমে আপনি নিজেই হয়ে উঠতে পারেন একটি সরকারি পরিষেবা কেন্দ্রের চালক।
এই ব্যবসাটি কাদের জন্য উপযুক্ত হবে?
এই ব্যবসা শিক্ষিত বেকার, গৃহবধূ, অবসরপ্রাপ্ত কর্মচারী, ক্ষুদ্র উদ্যোক্তা—সকলের জন্য এক দারুণ সুযোগ হতে চলেছে। সবথেকে বড় বিষয়, এতে আপনাকে আলাদা করে গ্রাহক খুঁজে বেড়াতে হবে না। পোস্ট অফিস নিজেই একটি প্রতিষ্ঠিত ও বিশ্বস্ত সংস্থা, যার পরিষেবার জন্য প্রতিদিন মানুষের প্রয়োজন হয়। এর ফলে ব্যবসা শুরু করার সাথেসাথেই আপনি পাবেন একটি নির্দিষ্ট ইউজার বেস।
কীভাবে শুরু করবেন এই ব্যবসা?
ডাক বিভাগের ফ্র্যাঞ্চাইজি নিতে চাইলে আপনাকে একটি নির্দিষ্ট আবেদন প্রক্রিয়া অনুসরণ করতে হবে। আবেদন করতে হবে ইন্ডিয়া পোস্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে (https://www.indiapost.gov.in)।
আপনার নিকটবর্তী এলাকায় যদি পোস্ট অফিস পরিষেবা না থাকে বা প্রয়োজনীয়তা বেশি থাকে, তবে আপনি ওই এলাকার জন্য ব্রাঞ্চ খোলার আবেদন করতে পারেন এবং সফল হলে ভালো আয় করতে পারবেন।
কী কী যোগ্যতা লাগবে?
- কমপক্ষে অষ্টম শ্রেণি পাস থাকতে হবে।
- আবেদনকারীর বয়স হতে হবে ১৮ বছরের ঊর্ধ্বে।
- পরিবারের কেউ যদি পোস্ট অফিসে চাকরি করে থাকেন, তাহলে সেই ব্যক্তি বা তার নিকট আত্মীয় এই ফ্র্যাঞ্চাইজি নিতে পারবেন না।
- আপনার এলাকায় যেন পোস্ট অফিস পরিষেবার অভাব থাকে, সেটাও বিবেচ্য বিষয় হবে।
কী পরিমাণ জায়গা লাগবে?
এই ব্যবসা শুরু করার জন্য আপনার প্রয়োজন হবে কমপক্ষে ২০০ স্কয়ার ফিট একটি ঘর। এটি আপনার নিজস্ব বাড়িতেই হতে পারে বা আপনি ভাড়ায় নিতে পারেন। তবে স্থায়ী ও নিরাপদ জায়গা হওয়াই বাঞ্ছনীয়।
কত টাকা বিনিয়োগ করতে হবে?
ডাক বিভাগের ফ্র্যাঞ্চাইজির জন্য আপনাকে একটি সিকিউরিটি ডিপোজিট হিসেবে কমপক্ষে ₹৫,০০০ জমা রাখতে হবে। কিছু ক্ষেত্রে এলাকায় চাহিদা ও কার্যপরিসরের ওপর ভিত্তি করে এই ডিপোজিট টাকার পরিমাণ বাড়তেও পারে। তবে এই টাকা কোনও ফি নয়, বরং একটি সিকিউরিটি জামানত হিসেবে রাখা হয়, যা পরবর্তীতে ফেরতযোগ্য হবে।
আপনি কোন পরিষেবাগুলি দেবেন?
একজন ফ্র্যাঞ্চাইজি মালিক হিসেবে আপনি নিম্নলিখিত কাজ করতে পারবেন:
- পোস্টাল আর্টিকেল বুকিং (স্পিড পোস্ট, রেজিস্ট্রি, পার্সেল)
- ডাকপত্র বিলি করতে হবে
- পোস্টাল সেভিং স্কিম প্রচার ও রেজিস্ট্রেশন
- লাইফ ইন্স্যুরেন্স রেজিস্ট্রেশন করা হবে
- সরকারি নথি প্রেরণ পরিষেবা সামলাতে হবে
- আধার আপডেট ও সংশ্লিষ্ট পরিষেবা (যদি অনুমোদন থাকে)
আয় কীভাবে করবেন?
এখানে আপনার আয়ের উৎস হবে কমিশন ভিত্তিক। পোস্ট অফিসের প্রতিটি পরিষেবার জন্য আপনি নির্দিষ্ট হারে কমিশন পেয়ে যাবেন। উদাহরণস্বরূপ:
- প্রতিটি স্পিড পোস্ট বুকিংয়ের জন্য কমিশন থাকবে
- প্রতিটি নতুন সেভিংস একাউন্ট খোলার জন্য ইনসেনটিভ থাকবে
- লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়ামের একটি নির্দিষ্ট শতাংশ কমিশন পাবেন
- বিভিন্ন সরকারি স্কিম প্রচারে বোনাস
নোট : এই কমিশনগুলো মিলিয়ে মাসে ₹১৫,০০০ থেকে ₹৭০,০০০ বা তার বেশি উপার্জন করা একেবারে সম্ভব, যদি আপনি একটি ভালো লোকেশন এবং সক্রিয় পরিসেবার মাধ্যমে গ্রাহক তৈরি করতে পারেন। যেহেতু কমিশন ভিত্তিক তাই নিদিষ্ট আয় নেই।
আবেদন করার পদ্ধতি
- প্রথমে ://www.indiapost.gov.in ওয়েবসাইটে যান
- এরপর “Franchise Scheme” নামে একটি অপশন খুঁজে বের করুন
- তারপর আবেদন ফর্ম ডাউনলোড করুন
- প্রিন্ট করে যথাযথ তথ্য পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্ট সহ পোস্ট অফিসে জমা দিন
- সংস্থার সঙ্গে যোগাযোগ রাখুন এবং যেকোনো ভুয়া অফারের থেকে সতর্ক থাকুন বা টাকা ডিপোজিট থেকে সতর্ক থাকুন
গুরুত্বপূর্ণ পরামর্শ
- সবসময় অফিসিয়াল সোর্স (India Post ওয়েবসাইট) থেকে তথ্য নিবেন।
- কোন প্রাইভেট এজেন্ট বা তৃতীয় পক্ষের মাধ্যমে টাকা দিয়ে আবেদন করতে যাবেন না
- আবেদনপত্রে ভুল তথ্য দেবেন না
- আপনার স্থায়ী ঠিকানা, বৈধ পরিচয়পত্র এবং প্রমাণপত্র প্রস্তুত রাখুন
সবশেষে বলা যায় যদি আপনি পোস্ট অফিসের এই ফ্রান্সের নিতে আগ্রহী হয়ে থাকেন তাহলে পোস্ট অফিসের যে যোগ্যতা রয়েছে সে যোগ্যতা আপনাকে পূরণ করতে হবে এবং যোগ্যতা পরিপূর্ণ হলে পোস্ট অফিসের সংশ্লিষ্ট অফিসের ওয়েবসাইটে গিয়ে আপনাকে আবেদন করতে হবে তবে অবশ্যই পোস্ট অফিস করতে গিয়ে নোটিশ প্রকাশ করা হয়েছে সেই নোটিশকে ভালোভাবে বিস্তারিত করে নিতে হবে এবং এক্ষেত্রে প্রতারণা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে

Sabari College is a independent news portal, we deliver content related to education for 5 years experience. Please follow us for any Educational related update. Thanks










